ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশকে হারিয়ে আফ্রিকা-ভারতের কাজ কঠিন করতে চায় পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০৪:২৭

শান মাসুদ। ছবি সংগৃহীত শান মাসুদ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ থেকে শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাকি দুই দলের জন্য অপেক্ষা করতে হবে সুপার টুয়েলভের শেষ ম্যাচ পর্যন্ত। যা অনুষ্ঠিত হবে আগামীকাল। কেননা গ্রুপ-২ এ চার দলের সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। সুপার সানডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সাকিবদের হারিয়ে সমীকরণে ভারত-আফ্রিকাকে চাপে ফেলতে চায় পাকিস্তান।

 

দিনের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে হোঁচট খেলেই সর্বনাশ হতে পারে ভারতের। তবে ম্যাচ হারলে বিদায় নিতেই হবে দক্ষিণ আফ্রিকাকে। টেম্বা বাভুমার দল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আবার জিতলে সব সমীকরণকে পেছনে ফেলে শেষ চার নিশ্চিত হবে আফ্রিকার। 

 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেবো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত (সেমি-ফাইনালের) আশা থাকবে। আমি মনে করি, কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।’

 

সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলেও সেই ম্যাচের ভুলগুলো বাংলাদেশের বিপক্ষে করতে চায় না পাকিস্তান। মাসুদ বলেন, ‘আমাদের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটানোর চেষ্টা থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...