ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপে আফগানদের ভরাডুবি, পদত্যাগ করলেন নাবী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ১৯:১০

মোহাম্মদ নাবী৷ ফাইল ছবি মোহাম্মদ নাবী৷ ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরিই খেলেছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে তাঁদের গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচই। তবে সুপার টুয়েলভে খেলা আফগানরা জয় পায়নি একটি ম্যাচেও। সুপার টুয়েলভ ত বটেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে একমাত্র আফগানরাই পায়নি কোন জয়ের দেখা।

সুপার টুয়েলভে তিন হারের বিপরীতে, আফগানদের দুটি ম্যাচ বৃষ্টিতে হয়েছে পরিত্যক্ত। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর, ব্যর্থতার দায় মাথায় নিয়েই অধিনায়কের পদ ঘেকে পদত্যাগ করলেন মোহাম্মদ নাবী। অধিনায়কত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ নাবী।

টুইট বার্তায় নাবী জানান, ‘বড় টুর্নামেন্টের জন্য গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যে, একজন অধিনায়ক এটি চাইবেন। তাছাড়া, গত কয়েক ঘন্টায় টিম ম্যানেজার, নির্বাচক কমিটি এবং আমি ছিলাম না। যা দলের ভারসাম্যের উপর বেশ বড় প্রভাব ফেলেছিল।’

বিশ্বকাপে দলের ভরাডুবিতে বেশ হতাশ মোহাম্মদ নাবী। সমর্থকদের আশা পূরনে ব্যর্থ হওয়ায়, সম্মানের সঙ্গে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মোহাম্মদ নাবী আরও বলেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে, যা আমরা বা আমাদের সমর্থকরা আশা করেনি। ম্যাচের ফলাফল নিয়ে আপনাদের মতো আমরাও হতাশ। তাই, যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। তবে দল ও ম্যানেজমেন্টের যখন প্রয়োজনে হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...