ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আট ব্যাটারের নয় শতকের গল্প

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৮:৩৪

ফাইল ছবি ফাইল ছবি

মশিউর রহমান শাওন: শতক! ব্যাট-বলের খেলায় ব্যক্তিগত সংগ্রহশালায় বড় প্রাপ্তিগুলোর একটি৷ প্রসঙ্গ যখন টি-টোয়েন্টি ক্রিকেট তখন এই প্রাপ্তির দৈর্ঘ্য আরও বেশি চওড়া, মর্যাদাও অনেক৷ কেননা সংস্করণটি চার-ছক্কার হলেও বাকি দুই ফরম্যাটের চেয়ে এখানে চিন্তা-ভাবনার সময় খুবই কম৷ যার ফলে ভুল হওয়ার প্রবণতা অনেক বেশি৷ তবে বিশ্বজুড়ে অনেকেই অনেকবার রানের সংখ্যাকে নিয়ে গেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে৷ তবে বৈশ্বিক আসরে সংখ্যাটা সীমিত৷ এখন পর্যন্ত ৮ ব্যাটার মিলে হাঁকিয়েছেন ৯ শতক৷

ক্রিস গেইল: টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই৷ তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির রেকর্ডটিও তার দখলে৷ যার ফলে ক্রিকেট যতদিন রয়েছে তাকে অবধারিত ভাবে মনে রাখতেই হবে৷

২০০৭ সালে উদ্বোধনী আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেইল করেছিলেন ৫৭ বলে ১১৭ রান৷ এই মহাকাব্যিক ইনিংসে ১০ ছয়ের পাশাপাশি তিনি মেরেছিলেন ৭টি চার৷ যদিও সেই ম্যাচে তার দল পায়নি কাঙ্খিত জয়৷ বৈশ্বিক এই আসরে এখন পর্যন্ত গেইল একমাত্র খেলোয়াড় যার নামের পাশে রয়েছে দুই শতক৷

২৷ সুরেশ রায়না- ভারতের বাঁহাতি এই ব্যাটার ২০১০ সালে বিশ্বকাপের তৃতীয় আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি৷ ৬০ বলে ১০১ রানের ইনিংসে ৯ চারের পাশাপাশি বল হাওয়ায় ভাসিয়ে সীমানা ছাড়া করেছিলেন ৫ বার৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রায়না৷

৩৷ মাহেলা জয়াবর্ধনে: শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে এই তালিকার তৃতীয় ক্রিকেটার৷ ২০১০ সালের সেই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেছিলেন ৬৪ বলে ১০০ রান৷ এই শতক তিনি সাজিয়েছিলেন ১০ চার ও ৪ ছয়ে৷

৪৷ ব্রেন্ডন ম্যাককালাম: টি-টোয়েন্টি বিশ্বকাপে শতক হাঁকানো খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের৷ ২০১২ সালে চতুর্থ আসরে বাংলাদেশের বিপক্ষে ১১ চার ও ৭ ছয়ে করেছিলেন ১২৩ রান৷ এই ইনিংসে তিনি বল খেলেছিলেন ৫৮টি৷ ম্যাচে তিনি রান তুলেছেন ২১২ স্ট্রাইকরেটে৷ এমন দ্রুততার সাথে রান করতে পারেনি লিস্টের অন্য কেউ৷

৫৷ অ্যালেক্স হেলস: ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে শতক হাকিয়েছিলেন অ্যালেক্স হেলস৷ ২০১৪ সালে চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে করেছিলেন ১১৬ রান৷ এই ইনিংসটি সাজাতে তিনি মোকাবেলা করেছেন ৬৪ বল৷ যেখানে ছিল ১১ চার ও ৬টি ছয়৷

৬৷ আহমেদ শেহজাদ: পাকিস্তানের প্রথম ও বর্তমান সময় পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে এই তালিকায় রয়েছেন আহমেদ শেহজাদ৷ ২০১৪ সালে অনুষ্ঠিত ৫ম আসরে বাংলাদেশের বিপক্ষে ৬২ বলে করেছিলেন ১১৬ রান৷ ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৫ ছয়ে৷ এই শতকে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে শতক করার কীর্তি গড়েছিলেন তিনি৷

৭৷ তামিম ইকবাল: ২০১৬ সালে হয়ে যাওয়া বিশ্বকাপের ৬ষ্ঠ আসরটি ব-দ্বীপের সমর্থকদের জন্য বিশেষ কিছু৷ এই আসরে প্রথম বাংলাদেশি হিসেবে শতক করেছিলেন তামিম ইকবাল৷ যা এখন পর্যন্ত এ ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের একমাত্র শতক৷ ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০ চার ও ৫ ছয়ে করেছিলেন ১০৩ রান৷ এই শতকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে শতক করার কীর্তি গড়েছিলেন তিনি৷

৮৷ ক্রিস গেইল: নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ইউনিভার্স বস দাবি করা ক্রিস গেইল বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতক করেছিলেন ৬ষ্ঠ আসরে৷৷ ইংল্যান্ডের বিপক্ষে ৪৮ বলে পূরণ হয়েছিল তিন সংখ্যা৷ তান্ডবময় ইনিংস সাজানো ছিল ১১ ছয় ও ৫টি চারে৷

 

৯৷ জস বাটলার- টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ শতকের মালিক ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জস বাটলার৷ ২০২১ সালে সপ্তম আসরে শ্রীলংকার বিপক্ষে এই ডানহাতি ব্যাটার ৬৭ বলে করেছিলেন ১০১ রান৷ ইনিংসটিতে
ছিল সমান সংখ্যক ৬টি চার ও ছয়৷ এই শতকে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে শতক করার কীর্তি গড়েছিলেন তিনি৷

ক্রিকেটের ক্ষুদে সংস্করণের জনপ্রিয়তা ব্যাপক৷ আক্রমণাত্মক ইমপ্যাক্ট ক্রিকেটে শতকের সংখ্যা বাড়বে দ্রুত এমন বিশ্বাস করা যেতেই পারেই৷ ধুমধাড়াক্কা, মারকাটারি ব্যাটিংয়ের এই আসরের সব খবরা-খবর জানতে চোখ রাখুন নট আউটের পেজ ও ইউটিউব চ্যানেলে৷

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...