স্ট্রাইকরেটে অধিনায়কদের সেরা ফিঞ্চ
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ০৪:২০
নট আউট ডেস্কঃ আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসর। দলগুলো সেরে নিচ্ছে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি। সুপার টুয়েলভের লড়াই শুরুর আগে সেরা আট দল চূড়ান্ত হয়েছে অনেক আগেই। বাকি চারদলকে মূল জায়গা পাবে বাছাইপর্ব শেষ। এই সেরা আট দলের অধিনায়কদের মধ্যে স্ট্রাইকরেটে সবার উপরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ান অধিনায়কের স্ট্রাইকরেট ১৪৫। ৯৫ ম্যাচে সংগ্রহ ২৯১৫ রান। দুই নম্বরে থাকা ইংলিশ নেতা জস বাটলারের স্ট্রাইকরেট ১৪২। ক্যারিয়ারে ৯৪ ম্যাচে ২২২৭ রান। তিন নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ডানহাতি ব্যাটারের স্ট্রাইকরেট ১৪০। ১৪১ ম্যাচে রোহিত করেছেন ৩৭৩৭ রান।
চার ও পাঁচে যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও পাকিস্তানের বাবর আজম। নবীর স্ট্রাইকরেট ১৪০ এবং বাবরের ১৩০। নবী ১০০ ম্যাচে করেছেন ১৬১৭ রান। ৮৭ ম্যাচে বাবরের সংগ্রহ ৩০৩৯ রান।
তালিকার তলানির দিকে রয়েছেন কেন উইলিয়ামসন। কিউই নেতার স্ট্রাইকরেট ১২৩। রান করেছেন ৭৭ ম্যাচে ২০৯৬। ১২০ স্ট্রাইকরেট নিয়ে ৭ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের সংগ্রহ ১০১ ওয়ানডেতে ২০৪৫ রান। সবার শেষে ১১৭ স্ট্রাইকরেট নিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। রান করেছেন ২৭ ম্যাচে ৬৬২।
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...
হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...
আপনার মূল্যবান মতামত দিন: