ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ব্যাটে-বলে বাংলাদেশের দাপট, উড়ে গেল শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪ ২২:১৬

দাপুটে জয় বাংলাদেশের। গেটি ইমেজ দাপুটে জয় বাংলাদেশের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা শ্রীলঙ্কা, সাগরিকায় প্রথম ওয়ানডের শুরুটা করেছিল দারুণ। এরপর টাইগার পেসার তানজিম সাকিবের দাপুটে বোলিংয়ে খানিকটা ছন্দপতন হয় শ্রীলঙ্কা। মাঝে খানিকটা লড়াইয়ে ফিরে সফরকারীরা। শেষ তাসকিন-শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে সেই রান তাড়া করতে নামা বাংলাদেশ শুরুতেই হারায় ৩ উইকেট। এরপর নাজমুল শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিয়াদ ফিরলেও অভিজ্ঞ মুশফিক, শান্তকে নিয়ে দলের হাল। এই দু'জনের অবিচ্ছিন্ন শতাধিক রানের জোটে জয়টা সহজ হয়ে যায় বাংলাদেশের। মুশফিক হাঁকান ফিফটি, অন্যদিকে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে দাপুটে জয় উপহার দেন অধিনায়ক নাজমুল শান্ত। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।