ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

একাদশ থেকে বাদ মুস্তাফিজ, অভিষেক রিশাদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ০৩:৫৬

অভিষেক হচ্ছে রিশাদ হোসেনের। ফাইল ছবি অভিষেক হচ্ছে রিশাদ হোসেনের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সিরিজে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কোন পথ নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে। নেলসনে কিউইদের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে মাঠে নামছে নাজমুল শান্তর বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। 

ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। দ্বিতীয় ওয়ানডের দলে বাংলাদেশ এনেছে দুইটি পরিবর্তন। বাদ পড়েছেন সদ্য আইপিএলে দল পাওয়া তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ১৪৮তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে রিশাদ হোসেনের। নিউজিল্যান্ডও আজকের ম্যাচে অভিষেক করিয়েছে আদি অশোকের।

মোস্তাফিজ ছাড়াও একাদশে জায়গা হয়নি আফিফ হোসেনের। একাদশে ফেরানো হয়েছে তানজিম সাকিবকে। অন্য দিকে ইশ সোধি বাদ পড়েছেন কিউই একাদশ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁদের মাটিতে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে, ২০১৫ সালের বিশ্বকাপে এই নেলসনেই স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে মুশফিকদের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।