ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ ওয়ানডেতে বিশ্রামে তামিম-লিটন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সর্বোচ্চ পর্যায়ের খারাপ সময় কাটাচ্ছেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র ৬ রান। আসন্ন বিশ্বকাপে নিশ্চিতভাবে বাংলাদেশর দুই ওপেনারের একজন এই ব্যাটার। খারাপ সময় কাটিয়ে স্বস্তিতে ফিরতে শেষ ম্যাচে বিশ্রাম চেয়েছেন লিটন। 

শুধু লিটন নন, শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন দলে ফেরা তামিম ইকবালও। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে কাল ব‌্যাটিং করেছেন তামিম।

জাতীয় দলে আবারও ফিরে দারুণ ব্যাটিং করেছেন তামিম। ব্যক্তিগত ইনিংসটি ছিল ৪৪ রানের। তৃতীয় ম্যাচে এই অভিজ্ঞ সদস্যও বিশ্রামে থাকবেন। শরীরে অস্বস্তি রয়েছে সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন তামিম। 


দলে ব‌্যাকআপ ক্রিকেটার রয়েছে। এনামুল হক বিজয়, জাকির হাসান সুযোগ পেতে পারেন। এছাড়া তানজিদ, সৌম‌্যরাও আরেকটি সুযোগ পাবেন বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ওয়ানডের জন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। নতুন কাউকে বিসিবি যুক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।