ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চেস্টা করছি প্রতিনিয়ত, আশা করছি ক্যামব্যাক করব: লিটন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫১

লিটন দাস। ফাইল ছবি লিটন দাস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের আগে চাইলে বিশ্রামটা পেতেই পারতেন টাইগার তারকা লিটন কুমার দাস। কিন্তু দীর্ঘদিন ধরেই এই তারকা ব্যাটারের ব্যাটে নেই রান। বিশ্রামে থাকা সাকিবের অনুপস্থিতিতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে দলকে তাই দিতে হবে নেতৃত্ব। রান খরায় ভুগতে থাকা লিটন শেষ দশ ইনিংসে পেয়েছেন কেবল দুটো হাফ সেঞ্চুরির দেখা। দুটিতেই আবার আউট হয়েছেন পঞ্চাশের ঘরেই। 

জ্বরের কারণে এবারের এশিয়া কাপে শুরুর দিকেও ছিলেন না লিটন। পরে অবশ্য শান্তর চোটে সুযোগ পেলেও নামের প্রতি করতে পারেননি সুবিচার। তিন ম্যাচ খেলে এক ডাকের পাশাপাশি সর্বসাকুল্যে পেয়েছেন মাত্র ৩১ রান। সাকিব-মুশফিকদের অনুপস্থিতিতে তাই নিউজিল্যান্ড সিরিজে বড় দায়িত্বই থাকছে লিটনের কাঁধে।

একে তো নেই চেনা ছন্দে, তার উপর বাড়তি দায়িত্ব। নিজের অফফর্ম নিয়ে কী ভাবছেন লিটন? স্বাভাবিকভাবেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠেছে সেই প্রশ্নটা। জবাবে লিটন বললেন, ‘দেখেন আমি চেষ্টা করছি প্রতিনিয়ত প্র্যাকটিস করার, ফাইন্ড আউট করার। আশা করি তাড়াতাড়ি ক্যামব্যাক করব।’

নিউজিল্যান্ড সিরিজে নিজের ভুলগুলো নিয়ে কাজ করে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর প্রত্যাশাই লিটনের। নিউজিল্যান্ড সিরিজে কাপ্তানির দায়িত্বটাও সামলাতে হবে তাকে। অধিনায়ক হিসেবে এই সিরিজে লক্ষ্য কী? জানতে চাওয়া হলে লিটন বলেন, ‘আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়তো ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে, দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।