ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিষেকেই রান শূন্য তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩ ২৩:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। যদিও অভিষেক রাঙাতে পারেনি এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছেন ব্যক্তিগত শূন্য রানেই। 

 

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সাকিব আল হাসান। নাঈম শেখের সাথে ওপেনিং করতে নামেন তামিম। নিজের খেলা দ্বিতীয় বলেই মাহিশ থিকসানার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরেন তিনি। 

 

তামিমকে নিয়ে বাড়তি প্রত্যাশা ছিল সমর্থকদের। ইমার্জিং এশিয়া কাপে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। তামিমের জন্য ম্যাচটি যে বাড়তি চাপের তা বলা যেতেই পারে। তাই অন্তত এই ম্যাচ দিয়ে তার সামর্থ্য বিচার করা বোকামি। 

 

স্বাগতিকদের বিপক্ষে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে আছেন শেখ মেহেদী হাসান। পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজ ও শরিফুল ইসলাম। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।