ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

জুনিয়র তামিমকে নিয়ে আশাবাদী সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ০০:১০

ওপেনার তানজিদ হাসান তামিম। গেটি ইমেজ ওপেনার তানজিদ হাসান তামিম। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ তর্কসাপেক্ষে দেশসেরা ওপেনার ত বটেই, তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিকও এই ড্যাশিং ওপেনার। অথচ এই তামিমের সার্ভিসই কিনা আসন্ন এশিয়া কাপে পাচ্ছে না বাংলাদেশ। অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরেছেন দলে। কিন্তু চোটের কারণে এশিয়া কাপ মিস করতে যাচ্ছেন তিনি। 

এশিয়া কাপের মঞ্চে তামিমের মতো অভিজ্ঞ ব্যাটারের সার্ভিস পাবে না বাংলাদেশ নিঃসন্দেহে সেটা দলের জন্যই অপূরনীয় ক্ষতি। তার অভাব মেটাতে তাই দলে ডাকা হয়েছেন জুনিয়র তামিমকে অর্থাৎ তানজিদ হাসান তামিম। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার একদিন আগে মিরপুর সংবাদ সম্মেলনে এসেছিলেন নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। 

অনুমেয়ভাবেই সেখানে উঠেছে তামিম ইকবালের না থাকার প্রসঙ্গ। অধিনায়ক সাকিবের কাছেও জানতে চাওয়া হয়েছে তামিমের অভিজ্ঞতাটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? জবাবে সাকিব বলেছেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ভালো থাকে। সেগুলো শেয়ার করলে বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।’

এদিকে অভিজ্ঞ তামিমের না থাকা দলের জন্য ক্ষতি হলেও। জুনিয়র তামিমে আস্থা রাখছেন অধিনায়ক। তার বিশ্বাস এই তরুণ দারুণ কিছু করে দেখাতে পারবেন।

জুনিয়র তামিম প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তাকে (তানজিদ হাসান তামিম) নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।’

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক এসেছে তানজিদ তামিমের। সেটাও এশিয়া কাপের মতো বড় মঞ্চে। তাই জুনিয়র তামিমকে নির্ভার রাখতে চান টাইগার কাপ্তান। তিনি আরও বলেছেন, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।