ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আশাবাদী সাকিব, এগুতে চান ম্যাচ বাই ম্যাচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩ ২০:২৮

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফাইল ছবি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দিন তিনেক বাদেই পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের।। এর একদিন বাদেই অর্থাৎ ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এশিয়া কাপে অংশ নিতে আগামীকাল (২৭) দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলন করেছে৷ বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এশিয়া কাপের পরপরই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সামনে বড় এই দুই ইভেন্ট থাকলেও টাইগার কাপ্তান সাকিব আল হাসান চোখ রাখতে চান চোট পরিসরে। আপাতত তাই বড় লক্ষ্যের কথা না জানালেও, এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ নিয়ে চিন্তা করতে চান তিনি। তাই সাকিবের চোখে এশিয়া কাপের গ্রুপ পর্বে। 

এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সাকিব বলেন, 'এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করবো। ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা।'

এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ। ক্লোজ ডোর প্র‍্যাক্টিসে নিজেদের ছোট ছোট ভুলগুলো শুধরানো নিয়েই কাজ করেছে টাইগার। যদিও লঙ্কান লিগে খেলার কারণে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না সাকিব। তবে জানিয়েছেন প্রস্তুতি ভালো হয়েছে বাংলাদেশের। 

বাংলাদেশ দলের প্রস্তুতি প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেছেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। আরও ছোট করে বললে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে (গ্রুপপর্বে)। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

সামনে ওয়ানডে বিশ্বকাপের মেগা ইভেন্ট থাকায় এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। যেখানে এই ফরম্যাটে সবশেষ তিন আসরের দুটোতেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স তাই নিশ্চিতভাবেই প্রভাব রাখবে বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্সে। যদিও টাইগার অধিনায়ক বিষয়টা দেখছেন হালকা ভাবেই।

তিনি বলেছেন, ‘এমন না যে এশিয়া কাপে খারাপ করলে সব আশা শেষ হয়ে যাবে বা ভালো করলে বিশ্বকাপে আমরা অনেক ভালো করে ফেলবো। তবে এশিয়া কাপটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই ভাবছি।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।