ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাট হাতে নতুন শুরু তামিমের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ২২:৩২

মিরপুরে ব্যাটিং অনুশীলনে তামিম৷ ছবি সংগৃহীত মিরপুরে ব্যাটিং অনুশীলনে তামিম৷ ছবি সংগৃহীত

পিঠের চোট নতুন মোড় দিয়েছে তামিমের ক্যারিয়ারে৷ সিরিজ খেলতে না পারা ও বাজে ফর্মের কারণে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তামিম৷ সবশেষ এশিয়া কাপে না খেলার সিদ্ধান্তও জানিয়েছিলেন নিজেই৷ তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে আবারও ফিরতে আশাবাদী তিনি৷

নিজেকে প্রস্তুত করার তাগিদে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন মনোযোগী৷ এবার প্রক্রিয়া শেষে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি৷ সবশেষ দেড় মাসে যা প্রথমবার৷

পিঠের নিচের অংশের ব্যাথা মুক্তির জন্য গত জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে লাম্বার ফোর ও ফাইভে দুটি ইনজেকশন নিয়ে ব্যথা দমিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।