ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে: হেরাথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ০৩:৪৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন স্পিনাররা। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় নিশ্চিতভাবেই আলাদাভাবে নজর কাড়বেন বিভিন্ন দেশের স্পিনাররা। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও বিশ্বকাপের চ্যালেঞ্জ ইতোমধ্যে নিতে শুরু করেছেন। বাংলাদেশের স্পিনারদের সেভাবেই প্রস্তুত করে যাচ্ছেন এই শ্রীলঙ্কান।

নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। এই দুজনের পাশাপাশি বিশ্বকাপে থাকতে পারেন নাসুম আহমেদ, তাইজুল ইসলামদের মতো স্পিনাররাও।

এই দুজনের যেকোনো একজন বা দুজনই থাকতে পারেন বিশ্বকাপে। তবে বিশ্বকাপ খেলার জন্য যে-ই যাক, সবাইকেই বেশ যোগ্য মনে করছেন হেরাথ। সাবেক এই লঙ্কান স্পিনারের মতে, বিশ্বকাপে তাদের যে কেউই বড় ভূমিকা রাখতে পারেন।

হেরাথ বলেন, 'বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব, মেহেদির সঙ্গে আরও কিছু স্পিনার থাকবে স্কোয়াডে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে। এসব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনুশীলন ক্যাম্প চলবে।আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে ক্যাম্পটি দারুণভাবে এগোবে।'

'সব কিছু মূলত পরিস্থিতির ওপর নির্ভর করে। কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে। সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে।'

এদিকে বিশ্বকাপের মতো বড় আসরে দল নির্বাচনসহ যেকোনো ইস্যুতে আবেগি সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্টরা। এই ব্যাপারে যেন নিজেদেরই সতর্ক করেছেন হেরাথ।

তিনি আরও বলেন, 'বিশ্বকাপে যে কোনো সময় ইমোশনাল (আবেগি) হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকটাই নিতে হবে। আমরা সবাই বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি। যেটা বললাম, আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে। ইমোশনাল হওয়া চলবে না। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে।'



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।