ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আগামীকাল ঘোষণা হতে পারে অধিনায়কের নাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ০৩:৪১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। একই সাথে পিঠের চোটের কারণে দেশসেরা এই ওপেনার খেলতে পারবেন না এশিয়া কাপেও। তবে তামিমের হুট করে টাইগার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বিপাকে পড়েছে টিম ম্যানেজমেন্ট। তাই নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর দুইটায় 'হোম অব ক্রিকেট' মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আয়োজিত এই সভায় আসন্ন বিশ্বকাপে অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে। এই তালিকায় 'টাইগার পোষ্টারবয়' সাকিব আল হাসানের নামই শোনা যাচ্ছে বেশি। এছাড়া লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নামও রয়েছে সংক্ষিপ্ত তালিকায়।

গত মাসে আফগানিস্তান সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তামিম। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে ২৮ ঘণ্টা পরেই নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন ড্যাশিং এই ওপেনার। পরে দীর্ঘদিনের পিঠের চোটের উন্নত চিকিৎসা করে ৩১ জুলাই লন্ডনে থেকে দেশে ফেরেন বাঁহাতি এই ব্যাটার ৷



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।