ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশা তামিমের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩ ২১:১৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

বর্তমানে তামিম ব্যথামুক্ত রয়েছেন। কিন্তু ঠিকমতো পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হয় সেক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াতে পারে তামিমের ক্যারিয়ারের জন্য। যেহেতু সামনে বিশ্বকাপ, সে কারণে জোর করে এশিয়া কাপে খেলার চেষ্টাও করেননি জাতীয় দলের সাবেক এই দলপতি।

তামিম বলেন, ‘আমি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারব। যেন বাড়তি কোন সমস্যা না হয়, সে কারণেই সময় নেওয়া। জোরাজুরি করলে এশিয়া কাপ খেলতে পারতাম। কিন্তু কেউই তা চাচ্ছেন না, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া।’

তামিমের ইনজুরি ও তার পুনর্বাসন প্রসঙ্গে জালাল ইউনূস বলেন, ‘লন্ডনে ইনজেকশন দেওয়ার পর প্রথম এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেটা কাল (আজ) শেষ হবে। আরেক সপ্তাহ তাকে ধীরে ধীরে অল্পস্বল্প রিহ্যাব করতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।