ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বড় হারে আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২৩ ০৩:৫৮

পাত্তাই পেল না বাংলাদেশ। ছবি: বিসিবি পাত্তাই পেল না বাংলাদেশ। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ জিতলেই এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার সুযোগ। এমন মোক্ষম সুযোগ পেয়ে তাই যেন হেলায় হারাতে চায়নি আফগানিস্তান। ব্যাটে-বলে দাপট দেখিয়েই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সফরকারীরা।

চট্টগ্রামে এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। দলের পক্ষে দুই ওপেনার হাঁকিয়েছেন জোড়া সেঞ্চুরি। জবাব দিতে নেমে আফগানদের রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ। মাইলফলক স্পর্শ করার দিনে একমাত্র মুশফিকুর রহিম হাঁকিয়েছেন অর্ধশতক। শেষ পর্যন্ত ১৮৯ রানে গুটিয়ে দিয়ে, ১৪২ রানের বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ।

৩৩২ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই বাংলাদেশ হারায় অধিনায়ক লিটন দাসের উইকেট। এরপর ছন্দে থাকা নাজমুল শান্ত'র উইকেট হারায় বাংলাদেশ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাঈম শেখও দিতে পারেননি আস্থার প্রতিদান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 

এক পর্যায়ে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। দলকে সম্মানজনক হার এনে দিতে সপ্তম উইকেট জুটিতে লড়াই করেন মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। ২৫ রান করা মিরাজের বিদায়ে ভাঙে এই। এরপর হাফ সেঞ্চুরি তুলে দলকে সম্মানজনক হার এনে দেন মুশফিকুর।

শেষে চোট পাওয়া ইবাদত মাঠে না নামলে ৯ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস থামে ১৮৯ রানে। ফলে ১৪২ রানের বড় জয় তুলে নেয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে ৬ চারে ৬৯ রান করেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ও মুজিব উর রহমান নেম ৩ উইকেট করে। রশিদ খানের শিকার ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।