ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মান ভেঙেছে তামিমের, ফিরছেন ক্রিকেটে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ০০:২৩

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অভিমানে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে গতকাল (৬ জুলাই) বিদায় জানিয়ে দিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেই রেশ ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেও আগামী দেড় মাস মাঠের বাইরেই থাকবেন তামিম। সব ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপ দিয়েই মাঠ ফিরবেন এই ড্যাশিং ওপেনার। 

শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। এই সময় তামিমের সঙ্গে ছিলেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিলেও চলমান আফগানিস্তান সিরিজে থাকছেন না তামিম। আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

অবসর ভেঙে ফেরার বিষয়ে তামিম আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।