ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন’—দল নিয়ে আশাবাদী তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ১৬:৫২

তামিম ইকবাল। ফাইল ছবি তামিম ইকবাল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি গতকাল (মঙ্গলবার) প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৫ অক্টোবর পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপে, বাংলাদেশ মাঠে নামবে ৭ অক্টোবর। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ সামনে পাচ্ছে চেনা প্রতিপক্ষ আফগানিস্তানকে। বিশ্বকাপে বরাবরই সাকিব-তামিমরের কাছে টাইগার সমর্থকদের প্রত্যাশাটা থাকে আকাশচুম্বী। এবারও অবশ্য তার ব্যতিক্রম নয়।

এদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মতে, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ এটি এমন একটি আয়োজন, যেখানে কোনো ম্যাচই সহজ নয়।

বিশ্বকাপ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘টুর্নামেন্টের যে ফরম্যাট, তাতে একটুও স্বস্তিতে থাকার সুযোগ নেই। প্রতিটি দলই কঠিন এবং সহজ ম্যাচ বলে কিছু নেই।’

অপ্রত্যাশিত কিছু না ঘটলে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব থাকবে তামিম ইকবালের কাঁধেই। অধিনায়ক হিসেবে এটাই হবে তামিম ইকবালের প্রথম বিশ্বকাপ। যদিও এর আগে চারটি বিশ্বকাপ খেলা তামিম নামের প্রতি করতে পারেনি সুবিচার। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলা খান সাহেব ২৪.৭৬ গড়ে রান করেছেন মোটে ৭১৮। অধিনায়ক হিসেবে তামিমের জন্য তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। 

তামিম ইকবাল আরও বলেছেন, ‘এই সংস্করণের বিশ্বকাপ সাদা বলে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না। কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’

অবশ্য বিশ্বকাপ জার্নিটা খুব একটা সহজ হবে না মানলেও, দল নিয়ে বেশ আশাবাদী টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।