ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তাসকিনদের বিপক্ষে নেটে ব্যাট করতেও কষ্ট হয় লিটন-শান্তদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৩ ০০:১০

পেস ইউনিটের সঙ্গে অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি পেস ইউনিটের সঙ্গে অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্বরেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত-মুমিনুলদের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে পেসারদের দাপুটে বোলিং, জয়টা এসেছে ৫৪৬ রানের বড় ব্যবধানে। এই টেস্টে আফগানদের দুই ইনিংসে ২০ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা কিনা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সর্বোচ্চ। এর আগে এক টেস্টে টাইগার পেসাররা সর্বোচ্চ ১৩টি উইকেট নিতে পেরেছিলন, সেটাও ছিল গত বছর মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক জয়ের ম্যাচে। এছাড়া এর আরে আগে দেশের মাটিতে এক টেস্টে পেসারদের সর্বোচ্চ উইকেট ছিল ১০টি। তাসকিন-ইবাদত হোসেনদের কল্যাণে এবার ভেঙেছে সব রেকর্ডই। 

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া পেসার ইবাদত হোসেন, দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ১ উইকেট। অন্যদিকে আরেক পেসার শরিফুল ইসলাম প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩টি। আর চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও ক্যারিয়ার সেরা বোলিং করে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট।  

ম্যাচ শেষ তাই অধিনায়ক লিটন দাসের কন্ঠেও ছিল ইবাদত-তাসকিনদের বন্দনা। মিরপুরের উইকেটে পেসারদের সাফল্যে মূল্যায়ন করে তিনি বলেছেন, ‘আমরা মিরপুরে ৩ পেসার নিয়ে খেলি না। যেহেতু এখানে উইকেটে যথেষ্ট সাহায্য ছিল, পেসাররা সেটা কাজে লাগাতে পেরেছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি এতে খুশি।’ 

সাদা বল হোক কিংবা লাল বল, বাংলাদেশের বোলিংকে এখন নেতৃত্ব দিচ্ছেন পেসাররাই। পেস বোলিং ইউনিটের উন্নতি এতোটাই চোখে পড়ার মতো যে, লিটন দাস অকপটেই বলেছেন তাসকিনদের নেটে সামলাতে কতটা বেগ পেতে হয় হয় তাদের। নিজেদের ব্যাটিংয়ের উন্নতির পেছনেও তাই পেসাররা রাখছে বাড়তি অবদান

তিনি আরও বলেছেন, ‘ওরা কত ভালো করছে, সেটা পিচ ম্যাপেই বোঝা যায়। ওরা এখন কাভার পয়েন্ট ছাড়া বল করছে। ওদের বিপক্ষে আমাদের নেটে ব্যাটিং করতেও কষ্ট হয়। তাতে আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এটা ধরে রাখতে পারলে নতুনেরা আরও আগ্রহী হবে।’

২০১৯ সালে আফগানদের বিপক্ষে প্রথম দেখায় নাকানিচুবানি খেয়ে টেস্ট হেরেছিল বাংলাদেশ। চার বছরের ব্যবধানে একই প্রতিপক্ষের বিপক্ষে এবার দাপুটে পারফর্ম উপহার দিয়েছে বাংলাদেশ দল। চার বছরের ব্যবধানে এই দুই টেস্টের পার্থক্য তুলে ধরতে গিয়ে লিটন বলেছেন, ‘আমরা বড় ব্যবধানে জেতা মানে বড় দল হওয়ার পথে এগোচ্ছি। আমরা এখন অনেক টেস্ট খেলি। আর ২০১৯ সালে আমাদের পেস বোলিং এত ভালো ছিল না। এখন অনেক ভালো।’

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।