ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই বহরে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান দল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০০:১৩

আফগানরা এখন ঢাকায়। ছবি: বিসিবি আফগানরা এখন ঢাকায়। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ দুই ভাগে ভাগ হয়ে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে আফগানদের প্রথম বহর পা রাখে ঢাকায়। এরপর দুপুরে দ্বিতীয় বহরে বাকি ক্রিকেটাররা পা রেখেছে ঢাকায়।

ঢাকায় পৌঁছে সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলে গেছে আফগানরা। শনিবার পুরো দলই থাকবে বিশ্রামে। এরপর একমাত্র টেস্টকে সামনে রেখে রোববার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল।

উল্লেখ্য, মিরপুর সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে আগামী ১৪ জুন থেকে। ঈদুল আজহার পর৷ দ্বিতীয় দফায় ফের বাংলাদেশ সফরে আসবে দলটি, সেবার ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলবে আফগানরা।

আফগানিস্তান টেস্ট দল: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড়: নুর আলি, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।