ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মানসিকভাবে শক্ত থাকতে চান দিপু

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২৩ ০৪:০৬

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন দিপু। ছবি: বিসিবি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন দিপু। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র এই টেস্টের জন্য গতকাল (রোববার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চমক হিসেবে দলে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া এই মিডল অর্ডার ব্যাটার, সোমবার প্রথমবারের মতো করেছেন জাতীয় দলের সঙ্গে অনুশীলন। ক্যাম্পে যোগ দিয়েই নিজের অনূভুতি প্রথম দিনেই প্রকাশ করেছেন দিপু। 

গণমাধ্যমকে আজ দিপু বলেছেন, 'সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও একই। ডে বাই ডে আরও যেন উন্নতি করতে পারি, সেটাই চিন্তা করছি।'

অবশ্য জাতীয় দলে জায়গা ধরে রাখাটা যে বেশ চ্যালেঞ্জিং হবে সেটা বুঝেন দিপু। তাই তো মানসিকভাবে এই যুব তারকা থাকতে চান শক্ত।

তিনি আরও বলেন, 'আমি দিনের পর দিন নিজের স্কিলটা উন্নতি করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। যতই উন্নতি করব, আমার জন্য খেলাটা সহজ হবে।'  

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ‘এ’ দলের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ‘এ’ হয়ে নজরকাড়া পারফর্মেন্স করেছেন দিপু। পারফর্মেন্স দিয়ে নির্বাচকদের অনেকটা বাধ্য করেই পেয়েছেন জাতীয় দলে ডাক।ক্যারিবীয়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা জানিয়ে দিপু বলেছেন, ‘তাদের বোলাররা একটু কঠিন। ভালো অভিজ্ঞতা ছিল। সবাই আন্তর্জাতিক মানের বোলার যারা ‘এ’ দলে খেলেছে। ভারতেও মোটামুটি ভালো বোলার ছিল। এসব ক্ষেত্রে ধৈর্য থাকতে হয়, মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়। তা যদি মানিয়ে নেওয়া যায় তাহলে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।