ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘আমার কাছে জাদুর কাঠি নেই যে রাতারাতি বদলে দেব’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৩ ১৪:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নিক পোথাস। বাংলাদেশ দলের এই নতুন সহকারী কোচ এবার কাজ করছেন আফগানিস্তান সিরিজ সামনে রেখে।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাচ্ছেন। তার অনুপস্থিতিতে পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের সব পরিকল্পনা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। এবার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। পোথাস মজা করে বললেন, তার কাছে জাদুর কাঠি আছে। যা দিয়ে বাংলাদেশ দলকে বদলে দেবেন।

পোথাস বলেন, ‘অন্য দেশগুলো বিশ্বকাপে কী চায়? আমরাও তাই চাই। আমরাও উচ্চাকাক্সক্ষী। বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। তবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করতে পারি না।’

অক্টোবরে ভারতে বিশ্বকাপে খেলতে নামার আগে আফগানিস্তান, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন তামিম ইকবালরা। পোথাস বলেন, ‘আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষ সম্পর্কে সর্বোচ্চ ধারণা নিয়ে নিজেদের সেরাটা দিতে হবে। বিশ্বকাপ সবসময় চমক নিয়ে আসে। নিজেদের নিয়ে চিন্তা করাই তাই সবচেয়ে ভালো। আমরা ঠিক পথেই থাকব।’

তিনি বলেন, ‘আমার কাছে জাদুর কাঠি আছে। সেটা দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই... মজা করে বললাম। আসলে, কোনো কিছু দিয়ে রাতারাতি সব বদলে দেওয়া যায় না। আমিও পারব না। এই দলের যে সামর্থ্য আছে, তাতে ভালো না করার কোনো কারণ নেই। আশা করি, ভালো জায়গায় যেতে পারব।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।