ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ নয়, নান্নুর ভাবনায় শুধুই আফগান সিরিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৩ ০৩:০০

নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ফাইল ছবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ড সিরিজ শেষে মাস খানেকের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ দল। এরপরেই ঘরের মাঠে শুরু আফগান সিরিজ। দুই দফায় বাংলাদেশ সফরে এসে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে রশিদ খানরা। আগামী ১০ জুন একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে তারা। ১৪ জুন থেকে শুরু হবে টেস্ট। এরপর ঈদের ছুটি কাটিয়ে আগামী ৫ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আসন্ন আফগান সিরিজ নির্বাচকদের মাথায় থাকলেও, এর মাঝেই আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের দল গোছাতেও ব্যস্ত সময় পার করতে হবে নির্বাচকদের। যদিও মাস চারেক হাতে সময় থাকায় এখনই বিশ্বকাপ দল নিয়ে ভাবতে নারাজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাই আসন্ন আফগানিস্তান সিরিজেই চোখ রাখতে চান নির্বাচকরা।  

ছুটির দিনে গণমাধ্যমকে নান্নু বলেন, ‘চারদিকে কী কথাবার্তা হচ্ছে, তা নিয়ে তো আমরা চিন্তাভাবনা করছি না। এখনও চার মাস বাকি বিশ্বকাপের। আফগানিস্তান সিরিজ আছে সামনে। সিরিজগুলো নিয়ে আমরা ভাবছি। আফগানিস্তান সিরিজে আমরা তিন ফরম্যাটে খেলব, সেটা নিয়ে আমরা দল গোছানোর কাজ করছি।’

এদিকে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে সেই নিয়ে আলোচনা আরও আগেই শুরু হয়ে গেছে। যদিও সেই স্রোতে গা ভাসাতে চান না নির্বাচকরা। আপাতত ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিট রাখাতেই মন তাদের।

নান্নু আরও বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছুই বলতে পারব না। কারণ, এখনও চার মাস বাকি। আমার মনে হয়, আমরাই একমাত্র টেস্ট প্লেয়িং কান্ট্রি, যাদের এখন থেকেই বিশ্বকাপ দল নিয়ে কথা হচ্ছে। প্লেয়ারদের দেখতে হবে। সামনে ব্যাক টু ব্যাক সিরিজ আছে। ফিটনেস, পারফরম্যান্স কনসার্ন করে কিন্তু দল করতে হবে। সুতরাং এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি না। আমরা আফগানিস্তান সিরিজ আছে, সেটা ধরে আগাচ্ছি।’

টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের জন্য সেরা দলটাই বাছাই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। ‘সব ফরম্যাট নিয়ে আমাদের আলোচনা হয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়। বেস্ট পসিবল সাইড তৈরির জন্য সবার মতামত নেওয়া হয়। সুতরাং আলোচনা...চারিদিকে সবাই ক্রিকেট নিয়েই আলোচনা করে।’ যোগ করে বলেছেন তিনি

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।