ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তাসকিনদের সাবেক গুরু

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ২১:১৫

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। ফাইল ছবি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও মাশরাফি-তাসকিনদের সাবেক গুরু হিথ স্ট্রিক। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্যে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে হিথকে। তবে, চিকিৎসকদের পক্ষ থেকে এখনও আসেনি কোন আশার খবর।

এক বিবৃতিতে হিথ স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় একজন স্বনামধন্য অনকোলজিস্টের অধীনে চিকিৎসা করানো হচ্ছে হিথ স্ট্রিকের।’

মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গেলেও, মানসিকভাবে বেশ শক্ত রয়েছেন এই জিম্বাবুইয়ান কিংবদন্তি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তিনি খুব ভালো স্পিরিটের সঙ্গে হাসপাতালে রয়েছেন। ক্রিকেট মাঠে যেভাবে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেছেন, সেভাবেই এই রোগের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন। সবাই তার বিষয়টা বুঝতে পারবেন এবং তার জন্য প্রার্থনা করবেন। একই সঙ্গে পরিবারের প্রাইভেসি রক্ষা করারও অনুরোধ জানাচ্ছি।’

এদিকে এক টুইট বার্তায় জিম্বাবুয়ের সাবেক শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ডেভিড কোল্টার্ট বলেছেন, ‘আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক, খুবই অসুস্থ এবং তার এখন আমাদের প্রার্থনা প্রয়োজন। অনুগ্রহ করে আমরা সবাই তার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি।’

এছাড়া জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস ও কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেছেন, ‘হিথের কোলন ও লিভারের ক্যানসার এখন চতুর্থ স্তরে। এই পর্যায়ে আমি যা জানি, তা হলো হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে এবং আমি বিস্তারিত কিছু জানি না। আমি হিথকে মেসেজ করেছিলাম এবং সে সাড়া দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত এই পর্যায়ে পরিবার গোপনীয়তা চাইবে। মনে হচ্ছে, ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কারণ, গত সপ্তাহে তিনি মাছ ধরছিলেন।’

নব্বইয়ের দশকে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। দেশটির হয়ে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের অন্যন্য মাইলফলকও স্পর্শ করেছিলেন এই কিংবদন্তি। জিম্বাবুয়ের হতে ৬৫ টেস্টে তার শিকার ২১৬ উইকেট, রয়েছেন প্রায় হাজার দুয়েক রান। এছাড়া ১৮৯ ওয়ানডেতে ২৩৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে, করেছেন প্রায় তিন হাজার রানও। জিম্বাবুয়েকে ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হিথ স্ট্রিক।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হন হিথ স্ট্রিক। ২০১৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সালে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কারণে আর বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়েন তিনি। দুর্নীতিতে জড়িয়ে ২০২১ সালে তাকে আট বছরের জন্যে নিষিদ্ধ করে আইসিসি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।