ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আয়ারল্যান্ড শক্ত প্রতিপক্ষ, সমীহ করছেন মিরাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২৩ ১৭:৩১

মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত মাসেই ঘরের মাটিতে আইরিশদের রীতিমতো নাকের জলে চোখের জলে করে ছেড়েছে বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ বেশ এগিয়েই আইরিশদের চাইতে। আসন্ন ওয়ানডে সিরিজে টাইগার যে ফেভারিট হয়েই মাঠে নামছে, এই নিয়ে দ্বিমত করার সুযোগ খুব একটা নেই। এরপরেও অবশ্য প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে খাটো করে দেখছে না বাংলাদেশ। দলের তারকা অলরাউন্ডার মেহেদী মিরাজের অভিব্যক্তি সে কথাই বলছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মূহুর্তে লন্ডনের চেমসফোর্ডে আছে বাংলাদেশ দল। আগামী ৯ মে এখানেই শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে। ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় সিরিজটিকে হালকাভাবে নেওয়ার সুযোগও নেই। দ্বিতীয় দিনের দলীয় অনুশীলন শেষে পাঠানো এক ভিডিও বার্তায় তারকা অলরাউন্ডার প্রতিপক্ষক বেশ সমীহই করেছেন। তার ভাষ্যমতে, আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি।

ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, 'যেকোনো জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জিং। ছোট-বড় দল নয়, প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আমরাও আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই। আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি। তবে এখানে খেলা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। সবশেষে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্রিটিশ মুলুকে টাইগাররা ছিলেন দুর্দান্ত। তাই এই কন্ডিশন অনেকটাই পরিচিত বাংলাদেশ দলের কাছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এখানে বিশ্বকাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে আমরা আলোচনা করছি, কীভাবে কী করা যায়। আশা করছি, খুব দ্রুতই আমরা একটা সমাধানে আসব কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করতে পারি।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।