ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফরের দিনক্ষণ চূড়ান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ২২:৫৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগামী ২৫ শে এপ্রিল একটি চারদিনের ম্যাচ , ৫ টি ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি খেলতে প্রায় এক মাসের সফরে বাংলাদেশ আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যেখানে একমাত্র চারদিনের ম্যাচ সহ প্রথম দুই ওয়ানডে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে।


এই সফরের শুরুতেই চারদিনের ম্যাচে মাঠে নামবে দুইদল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ই এপ্রিল রোববার সকাল ৯:৩০ শে শুরু হবে এই ম্যাচ যা শেষ হবার কথা ৩রা মে। এরপরই মাঝে দুইদিনের বিরতি দিয়ে গড়াবে দুইদলের মধ্যকার ৫ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজ। যেখানে চট্টগ্রামে আগামী ৬ এবং ৮ই মার্চ সকাল ৯:০০ টায় প্রথম দুই ওয়ানডে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

পরের তিন ওয়ানডে এবং এক মাত্র টি-টোয়েন্টি খেলতে রাজশাহী যাবে দুইদল। যেখানে ১১ই মে আবারও শুরু হবে পাকিস্তান এবং বাংলাদেশের যুবাদের মধ্যকার জমজমাট ওয়ানড সিরিজ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৩য় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। পর্যায়ক্রমে আগামী ১৩ এবং ১৫ই মে শেষ দুই ওয়ানডে মুখোমুখি হওয়ার মাধ্যমে শেষ হবে যুবাদের ওয়ানডে সিরিজ।

সব শেষ আগামী ১৭ই মে সকাল ১০:০০টায় একমাত্র টি-টোয়েন্টি খেলার মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার এই সিরিজ শেষ হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।