ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরপুরের উইকেটে খুশি সাকিব, বড় দল হতেই বেড়েছে বোলিং অপশন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩ ২১:৪৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: প্রায় ৯ বছর পর তিন পেসার নিয়ে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল বাংলাদেশ৷ অধিনায়ক সাকিব শরিফুল-এবাদতদের বোলিংয়ে স্লিপ অঞ্চলে রেখেছিলেন পাঁচ ফিল্ডার৷ এসব যেন বদলে যাওয়া বাংলাদেশের বাস্তব চিত্র৷ এসব চিত্রের মাঝেই এসেছে সফলতা৷ দল পেয়েছে জয়৷ পারফরম্যান্স নিয়ে খুশি সাকিব৷ একই সাথে খুশি মিরপুরের পিচ নিয়ে৷

একমাত্র টেস্টের প্রথম তিন দিনের উইকেট নিয়ে খুশির কথা সংবাদ সম্মেলনে বলেছেন অধিনায়ক৷

উইকেট নিয়ে সাকিব বলেন, এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল।'

টেস্টের দুই ইনিংস মিলে সাকিব বোলিং করেছেন মোটে ১৬ ওভার৷ এরকম সাকিবকে দেখা যায়নি অতীতে কখনো৷ দলের অন্যান্য সদস্যদের কাজে লাগিয়ে ম্যাচ বের করার ছক সাজিয়েছেন তিনি৷ এমনটিই স্পষ্ট করেছেন ম্যাচ শেষে৷

সাকিব বলেন, 'আপনার যদি বিশ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প আসলে নেই। কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন। ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এরকম অবস্থাতে তারা আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড- ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন মেইন বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।