ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘দেড় শ’ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ২২:২৪

১২৬ রানের ইনিংস খেলেছেন মুশফিক। ছবি: বিসিবি ১২৬ রানের ইনিংস খেলেছেন মুশফিক। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরির পর, মিরাজের হাফ সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৬৯ রান। আয়ারল্যান্ডের পক্ষে স্পিনার ম্যাকব্রাইন একাই নিয়েছেন ৬ উইকেট। 

মুশফিক-মিরাজের ব্যাটে ১০২ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই আউট হন সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ১৫ চার ও ১ ছক্কায় ফিরেন ইনিংস সর্বোচ্চ ১২৬ রান করে। এরপর একাই লড়াই করেন মেহেদী মিরাজ। তবে অন্যপ্রান্তে পাননি কারো সঙ্গ। তাইজুল-শরিফুলরা আসা যাওয়ার মিছিলে থাকলে বড় লিডের স্বপ্ন ফিঁকে হয়ে যায় বাংলাদেশের। 

একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া মিরাজ তুলে নেন হাফ সেঞ্চুরি। তাতেই বাংলাদেশের লিড ছাড়ায় দেড় শ। শেষ ব্যাটার হিসেবে মিরাজ আউট হওয়ার আগে বাংলাদেশ বোর্ডে তুলেছে ৩৬৯ রান। ৬ চার ও ২ ছক্কায় মিরাজের ব্যাট থেকে এসেছে ৫৫ রান, তাতেই বাংলাদেশ পেয়েছে ১৫৫ রানের লিড। আয়ারল্যান্ডের পক্ষে ১১৮ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন। মার্ক অ্যাডার ও বেন হোয়াইট নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।