ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এক ম্যাচে টাইগারদের যত রেকর্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩ ১৭:২৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলোতে জয় প্রত্যাশিত বটে। তবে এমনভাবে বাংলাদেশ জিতবে তা হয়তো বিশ্বাস করেনি স্বয়ং ক্রিকেটাররাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু রেকর্ড গড়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। 

সাকিব আল হাসানঃ রেকর্ডবুকের রাজপুত্র বললেও ভুল হবে না বিশ্বসেরাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। একই সাথে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও ৭ হাজার রানের মালিকও বনে গেছেন তিনি। 

তৌহিদ হৃদয়ঃ ১৪০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে এই ব্যাটারের। চার নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৯২ রানের ইনিংস। অভিষেক ম্যাচেই যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। 

দলীয় প্রাপ্তিঃ ওয়ানডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। এবার সেই রেকর্ড ভেঙ্গেছে মুশফিক-সাকিবরা। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে দলীয় সংগ্রহ ৩৮৮। 

ম্যাচে বড় ব্যবধানে জয় প্রতি দলের জন্য প্রশান্তির। এর আগে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। যা ছিল প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ড নতুন করে লিখেছে দলটি। আয়ারল্যান্ডকে হারিয়েছে ১৮৩ রানে। 

সিলেট মাঠে সর্বোচ্চ রানঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দলীয় সর্বোচ্চ রান ছিল ৩২২। যা বর্তমানে ৩৩৮। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।