ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশে ফিরলেন সাব্বির-সাইফ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২০:২২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: পড়তি ফর্মের কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ড থেকেই দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে দলের সঙ্গী হতে পারেননি তারা।


শনিবার রাতে দেশেও ফিরেছেন দুই ক্রিকেটার। গতকাল রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান সাব্বির ও সাইফ। রোববার সকালে বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


সাব্বির-সাইফের জায়গায় বিশ্বকাপের মূল সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। দুজনই শুরুতে বিশ্বকাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন।


সাব্বির হুট করেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রায় তিন বছর পর। এশিয়া কাপ দিয়ে ফেরানো হয় তাকে। কিন্তু আবারও নিজেকে প্রমাণে ব্যর্থ তিনি। চার ম্যাচে করেছেন মাত্র ৩১ রান।


পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বোলিংও খুবই মান হারিয়েছে। শেষ পাঁচ ম্যাচে তিনি ৩ উইকেট নিয়েছেন। ওভার প্রতি ১০.৮৭ রান দিয়েছেন। এমন খরুচে বোলিং দিয়ে দলে টেকা কঠিন।

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।