ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফলাফলে বাংলাদেশ, ইমপ্যাক্টে আরব আমিরাত!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১০:৪০

বাংলাদেশ-আরব আমিরাত৷ ছবি সংগৃহীত বাংলাদেশ-আরব আমিরাত৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ এটি ছিল চির বাস্তবতা৷ দিনশেষে সিরিজ নিজেদের করে নিয়েছে সোহানরা৷ যদিও ক্রিকেটে প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই তবুও সামর্থ্যের বিচারে এগিয়ে রাখা যায় অনেক সময়ে৷ সিরিজ জিতলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি নয় দেশের ক্রিকেট মহল৷ এখন বড় প্রশ্ন ক্রিকেটাররা নিজেরাই খুশি তো?

 

ফ্লাসব্যাগে গিয়ে প্রথম ম্যাচের পারিপ্বার্শিক অবস্থা লক্ষ্য করলে যা মিলবে তা হচ্ছে টাইগারদের ভয়যুক্ত ক্রিকেট৷ ইমপ্যাক্ট, সাহসী ক্রিকেটের কথা খাতা-কলমের পাশাপাশি মুখে মুখে৷ বাস্তবে তার ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া দুর্লভ৷ অভিজ্ঞার কারনে সেদিন বেঁচে গিয়েছিল বাংলাদেশ৷ তবে বাঁচতে পারবে কি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বৈশ্বিক আসরে৷ অবশ্য বাংলাদেশের টার্গেট এই বিশ্বকাপ যে না সেটি জানিয়ে দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷

 

আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৩২ রানে৷ ম্যাচ জিতলেও টাইগারদের হার ঐ সাহসীকতায়৷ ছোট করে বললে ইমপ্যাক্টে৷ ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকা আমিরাত শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে করেছে ১৩৭ রান৷ অথচ ছয় উইকেট হাতে নিয়ে নিজেদের শেষ পাঁচ ওভারে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৪৩৷

 

আইসিসির সহযোগী দেশের তালিকায় রয়েছে আরব আমিরাতের নাম৷ সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাছাইপর্বের বাঁধাও অতিক্রম করতে ব্যর্থ দলের বিপক্ষেও প্রকাশ পেয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের অসক্ষমতা৷

 

মাঠের পারফরম্যান্স ছেড়ে ছোট করে আলোচনায় যোগ করা যেতে পারে একাদশ প্রসঙ্গ৷ ইমপ্যাক্টের কারনে বিশ্বকাপ দলে রাখা নাজমুল হাসান শান্তকে বাজিয়ে দেখার সুযোগ ছিল আজকের ম্যাচে৷ তবে শেষ পর্যন্ত তার অবস্থান ছিল আগের ম্যাচের মতই৷ অর্থ্যাৎ সুযোগ হয়নি মাঠের লড়াইয়ে৷

 

একই প্রসঙ্গে সমর্থকদের  হরেক রকম চিন্তাভাবনা থাকলেও আধুনিক ক্রিকেটে এগিয়ে যেতে জয় খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের৷ কেননা গত এক বছরে এবারই প্রথম টি-টোয়েন্টিতে টানা জয় পেল দলটি৷ দিনশেষে জয়ের অনুপ্রেরণা কাজে আসতেই পারে ত্রিদেশীয় সিরিজে৷ আসলে নিশ্চয়ই মন্দ হবে না, না আসলেও খুব একটা ক্ষতি হবে এমনও না৷ কারন ব্যর্থতায় অভ্যস্ত সমর্থকেরা৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।