ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশ-আরব আমিরাত

এবার ওপেনিংয়ে দেখা যাবে সৌম্যকে?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:১৩

সৌম্য সরকার৷ ছবি সংগৃহীত সৌম্য সরকার৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে এ যেন ওপেন সিক্রেট, পারফর্মন্সের চেয়ে ভক্তদের চাওয়ার পাল্লা ভারি হলেই সুযোগ মিলে বেশিরভাগ সময়ে৷ এশিয়া কাপের আগে সাব্বিরকে নিয়ে মেতেছিল সকলে, আস্থা রেখে সুযোগ দিয়েছে ম্যানজেম্যান্ট৷ যদিও এখন পর্যন্ত ফলাফল শূন্য৷ সাব্বিরের ব্যর্থতায় তাকে ছেটে ফেলে দলে সৌম্যকে চাচ্ছে কেউ কেউ৷ শঙ্কা জাগতেই পারে তবে কি আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাদ পড়তে যাচ্ছেন সাব্বির, সেই সাথে সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার৷

ওপেনিং পজিশনে স্থায়ীত্ব নেই দীর্ঘ সময় ধরেই৷ এশিয়া কাপে সাব্বির-মিরাজকে বাজিয়ে দেখার পর বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচেও তারা সুযোগ পেলেও করতে পারেনি কাজের কাজ৷ সাব্বিরের শূ্ন্য রানে আউটের পর মিরাজ ফিরেছিলেন ১২ রান করে৷ রানের চেয়ে বড় প্রশ্ন উঠেছিল তাদের শর্ট সিলেকশনের ধরন নিয়ে৷ এছাড়াও যে ইমপ্যাক্টের কথা বলা হয়েছিল সেটিও খুঁজে পাওয়া দুস্কর৷

 

সৌম্য সরকার ফিরলেই বদলে যাবে সব কিছু বিষয়টা মোটেও এমন নয়৷ কেননা এই বাঁহাতি খুব একটা ছন্দে নেই৷ সবশেষ ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে অধারাবাহিকতার কারনে বাদ পড়েছিল একাদশ থেকে৷ এরপর এ দলের সিরিজেও প্রমাণ করতে পারেনি খুব একটা৷ তবে দিন শেষে বড় শক্তিই যেন ভক্তদের চাওয়া৷

বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছের সৌম্যের৷ সৌম্যের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকলেও কতটা কার্যকর হতে পারেন দুঃসময়ে সেটিই দেখে নেওয়ার সুযোগ হতে পারে আজকের ম্যাচে৷

 

নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।