ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

জয়ের স্বস্তিতে ফেরার আশায় সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪৩

নুরুল হাসান সোহান৷ ছবি সংগৃহীত নুরুল হাসান সোহান৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফরম্যাটে হারের বৃত্তে রয়েছে বাংলাদেশ দল। শেষ আট ম্যাচে জয় মাত্র একটি। শেষ তিন ম্যাচে তো জয়ই নেই। পরাজয়ের বৃত্ত ভাঙার আশায় বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। মাসের শুরুতে এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে মরুর বুক থেকে ফিরেছিল সাকিব বাহিনী।


এবারের ছয় দিনের সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টি-২০ খেলবে টাইগাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।


আইসিসি সহযোগী আমিরাতের বিরুদ্ধে সিরিজ দিয়ে ক্ষুদে ফরম্যাটে জয়ের রথে ফিরতে চায় বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘টি-২০ তে গত কয়েক ম্যাচ হারলেও যদি জেতার অভ্যাস করতে পারি তাহলে টিম কম্বিনেশন ও দলের চেহারা বদলে যাবে। এই লক্ষ্যই থাকবে।’


বিশ্বকাপের প্রস্তুতির জন্যই মূলত আমিরাতে যাচ্ছে টাইগাররা। সোহান চান, বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের ব্যাপার। আশা করছি বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি জিতে আসতে পারি তাহলে এই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপে কাজে লাগবে।’


সাকিব অনুপস্থিতি অন্যদের জন্য সুযোগ উল্লেখ করে সোহান বলেন, ‘সাকিব ভাইয়ের মতো খেলোয়াড়কে সবাই সবসময় দলে চায়। তবে তার অনুপস্থিতি আরেকজনের জন্য সুযোগ, যে তার জায়গায় খেলবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।