ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজিল্যান্ডের আদলে ইনডোরে ছাদ বসাবে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৭

আব্দুল বাতেন। ছবি: বিসিবি আব্দুল বাতেন। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই, ক্রাইস্টচার্চের ইনডোরে কৃত্রিম ছাদ আছে। তাতে করে বৃষ্টির মৌসুমে ইনডোরে অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের আদলে বাংলাদেশে মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠ ও বগুড়া স্টেডিয়ামে কৃত্রিম ছাদ বসানোর পরিকল্পনা করেছে বিসিবি। 

এজন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতা নিচ্ছে বিসিবি। সোমবার ঢাকায় আসছেন নিউজিল্যান্ডের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট আয়ান জোসেফ ম্যাকেঞ্জি। মিরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট স্টেডিয়াম পরিদর্শনের পর বাংলাদেশের কিউরেটর, হেড অব গ্রাউন্ডসম্যানদের নিয়ে দুই দিনব্যাপী ওয়ার্কশপ পরিচালনা করবেন তিনি। ২৫ সেপ্টেম্বর ফিরে যাবেন তিনি।

নিউজিল্যান্ডের সহযোগিতায় কানাডিয়ান প্রতিষ্ঠানের মাধ্যমে এই ছাদ বসাবে বিসিবি। ফলে সারা বছরই নির্বিঘ্নে অনুশীলন চলবে মিরপুর ও বগুড়ায়।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘উনাকে (আয়ান জোসেফ ম্যাকেঞ্জি) এনেছি কারণ নিউজিল্যান্ড যে ধরণের উইকেট ও আউটফিল্ড তৈরি করে এ সমস্ত কিছুর সাথে আমরা যে পদ্ধতি অবলম্বন করি এটার সাথে আমরা তুলনা করবো। মাঠগুলো পরিদর্শনের মাধ্যমে উনার বাস্তবিক একটা অভিজ্ঞতা হবে। নিউজিল্যান্ডে উইকেট কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো।’

মিরপুর ও বগুড়ায় ছাদ বসানোর পরিকল্পনা সম্পর্কে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার বলেছেন, ‘বগুড়ার উইকেট আমরা নিউজিল্যান্ডের আদলে বানানোর চেষ্টা করেছি। মিরপুর একাডেমি ও ইনডোরও সারাবছর, বৃষ্টির সময়ও যেন অনুশীলন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিব, যেটা নিউজিল্যান্ডে আছে। ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে আছে।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের ইনডোরে যে ছাদটা আছে, বৃষ্টির সময় থাকে অন্য সময় সরে যায় সেটা ইতোমধ্যে আমাদের পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে আছে। খুব দ্রুতই আমাদের এখানে এটা বসানো হবে, একটা কানাডিয়ান কোম্পানি নিউজিল্যান্ডে করেছে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহায়তায় এটা আমরা বাংলাদেশে ব্যবস্থা করছি।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।