ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ ওভারের আক্ষেপে পুড়লো বাংলাদেশ লিজেন্ডস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ২২:০৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে শেষ ওভারের আক্ষেপে যোগ হলো আরেকটি ম্যাচ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া লিজেন্ডসের কাছে হেরে গেছে বাংলাদেশ লিজেন্ডস। বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের টার্গেট তিন উেইকেট হাতে রেখে পূরণ করে অস্ট্রেলিয়া। 

 

১৯তম ওভারে মোহাম্মদ শরিফ মাত্র ৫ রান খরচ করে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে অজিদের দরকার ২১ রান। প্রথম বলটি আবুল হোসেন রাজু ডটই করেছিলেন। দ্বিতীয় বলে ছক্কা হাডিনের। তৃতীয় বলে করলেন ‘নো’, হাডিন নিলেন সেই বলে দুই রান। এরপর তৃতীয় বল ডট করলেও শেষ তিন বলে টানা তিনটি চার হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে দারুণ একটি জয় এনে দেন হাডিন।

 


৩ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া লিজেন্ডস। ৩৭ বলে ৫৮ রান করে ম্যাচসেরা হয়েছেন হাডিন। অধিনায়ক শেন ওয়ানসনের ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া কালাম ফার্গুসন ২৪ রান করেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন।

 

-নট আউট/এমআরএস

 

 

 

 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।