ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রুবেলের বিদায় ঘোষণায় ভক্তদের প্রতিক্রিয়া!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩১

ফাইল ছবি। ফাইল ছবি।

নট আউট ডেস্কঃ  প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলেছেন বোলার রুবেল হোসেন৷ দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে তিনি৷ নিজেই নিজেকে সাদা পোষাকের ক্রিকেটের জন্য বিবেচনা করতে না পারছেন না বলে নতুনদের জন্য ছেড়ে দিলেন জায়গা৷

 


রুবেলের বিদায়ের খবর নট আউটের অফিসিয়াল পেজে পোষ্ট করার পর ভক্তরা করেছেন বিভিন্ন ধরনের মন্তব্য৷ কেউ প্রকাশ করেছেন কৃতজ্ঞতা, কেউ মন্তব্যে এনেছেন পুরনো স্মৃতি৷ একনজরে দেখে নেওয়া যাক সেসবের সামান্য কিছু...। 

 


মোহাম্মদ ইমন নামে একজন লিখেছেনঃ ক্রিকেট বোর্ডের অবহেলার কারণে একজন ভালো বলারকে হারাতে যাচ্ছি আমরা। শুধু তাইনা এই রুবেল ই মেবি একমাত্র পেইসার যিনি খুব কম ই ইনজুরিতে পড়েছে।

 


মুস্তাফিজুর রহমান নামে একজন লিখেছেনঃ অবহেলা, অযত্নে হারিয়ে গেছে ভালো লাগার মতো একটা বোলার।একটা সময় বাংলাদেশের গতি বোলার বলতে রুবেল হোসানকে বুঝতাম।

 


মুহম্মদ আমির লিখেছেনঃ এ রুবেলের জন্যই ওয়ান ডে ক্রিকেটে প্রথম কোয়াটার ফাইনাল খেলেছিলো বাংলাদেশ।

 


এইচ আর রুবেল লিখেছেনঃ আমরা দর্শকরা বুকা। আমরা যদি বাংলাদেশ ক্রিকেট খেলা না দেখতাম তাইলে ভালো হবে। বাংলাদেশের ৫০ বছর পরে ও দেখবো একি হাল।


ইফতেকার তামিম লিখেছেনঃ যে দিন এই মানুষটা পরপর দুই বলে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করেছিল,, তখন বলা হয়েছিল '' ডানা মেললো যে ঈগল,, আমরা খুব সহজে অতীত ভুলে যায়৷


লিমন আহমেদ এর মতেঃ ডেথ ওভারে ইয়র্কার মারার মতন এই একটা কালা মানিক ছিলো বাংলাদেশ ক্রিকেট টিমে,আর কেউই তেমন ইয়র্কার করতে পারে না অথচ ডেথ ওভারে এটাই সবচেয়ে বেশী দরকার৷

 

 


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।