ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৮

রুবেল হোসেন। ছবি সংগৃহীত রুবেল হোসেন। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ ক্যারিয়ার জুড়েই সাদা পোশাকে বল হাতে বড্ড বিবর্ণ ছিলেন রুবেল হোসেন। বাংলাদেশের হয়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট, বোলিং গড় ৭৬.৭৭। কমপক্ষে ১০ টেস্ট খেলা পেসারদের মধ্যে সবচেয়ে বাজে বোলিং গড়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন, বোলিং গড় ৫৪.০৩।


প্রথম শ্রেণির ক্রিকেটের এই তিক্ততা আর বয়ে বেড়াতে চান না রুবেল। লঙ্গার ভার্সনকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


আসন্ন জাতীয় ক্রিকেট লিগে খেলবেন না রুবেল। এর মধ্য দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই পেসার।


জাতীয় দলের নির্বাচকদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রুবেল। রোববার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রুবেল লাল বলে আর খেলবে না। আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে। আমরা লিখিত চিঠি চেয়েছি। প্রথম শ্রেণির চুক্তিতে সে আছে। লিখিত পেলে তাকে আমরা চুক্তি থেকে বাদ দিবো।’


২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টই প্রথম শ্রেণির ক্রিকেটে রুবেলের শেষ ম্যাচ। ওই ম্যাচে ২৫.৫ ওভারে ১১৩ রানে ৩ উইকেট পেয়েছিলেন তিনি।

ইনজুরির সঙ্গে লড়াইরত শফিউলও একই পথ বেছে নিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘শফিউলও জাতীয় লিগ খেলবে না বলে দিছে। ও আর লাল বলে খেলবে না। ওর তো ইনজুরি লেগেই থাকে।’
শফিউল ১১ টেস্টে ১৭ উইকেট, প্রথম শ্রেণিতে ৬২ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছেন।

 

-নট আউট/এমজেএ/এমআরএস

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।