ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আবারও ইনজুরিকে হারিয়ে ফেরার লড়াইয়ে হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৮

হাসান মাহমুদ। ফাইল ছবি হাসান মাহমুদ। ফাইল ছবি

 স্পেশাল করেসপন্ডেন্ট: ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ে সফরে দারুণ বোলিং করেছিলেন হাসান মাহমুদ। এশিয়া কাপে যাওয়ার তিন দিন আগে আবারও ইনজুরিতে পড়েন তিনি। ফিল্ডিংয়ের সময় ডানপায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। ছিটকে পড়েন এশিয়া কাপ থেকে।

আশার কথা ইনজুরি কাটিয়ে এখন পুরো ফিট হাসান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বোলিং শুরু করবেন তিনি। বিশ্বকাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলেও সুযোগ পেয়েছেন এ তরুণ ফাস্ট বোলার। অবশ্য মাঠে ফিরতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে।

শনিবার বোলিং শুরুর কথা জানিয়ে হাসান বলেন, ‘চোটে বল হাতে নিইনি।১৯ তারিখে (সেপ্টেম্বর) বোলিং করব ইনশাআল্লাহ।’

ক্যারিয়ার জুড়েই ইনজুরিতে বারবার থমকে দাঁড়াতে হয়েছে হাসানকে। ২২ বছর বয়সী এই পেসার এখন ইনজুরিকে ‘বন্ধুই’ মনে করেন। তিনি বলেন, ‘ফাস্ট বোলারদের জন্য ইনজুরি জিনিসটা মানে একটা বন্ধুর মতো এসে আবার চলে যায় (হাসি)।এটা কাজ করার মধ্যে থাকতে হবে অবশ্যই। ফিটনেস বলেন বোলিং ওয়ার্ক বলেন সব কিছু মিলেই এটা আসলে ধারাবাহিকতার ব্যাপার। নিয়মিত আপনি যখন কাজে থাকবেন তখন এ জিনিসটা হয়ত হবে না।’

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে, টি-২০ তে ৪ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন হাসান। এবার বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে মুখিয়ে ডানহাতি এই পেসার, ‘সর্বশেষ জিম্বাবুয়ে যে সিরিজটা খেলেছিলাম আলহামদুলিল্লাহ ওটা থেকে খুবই আত্মবিশ্বাসী আমি নিজেই। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।