ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কিউরেটরদের প্রশিক্ষক আনছে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ২১:০৪

ফাইল ছবি ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামে কর্মরত দেশি-বিদেশি কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিসিবি। নিউজিল্যান্ড থেকে আসছেন কিউরেটরদের প্রশিক্ষক আয়ান জোসেফ ম্যাকেঞ্জি। 

জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে যাবেন তিনি। আগামী ২৩-২৪ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে চলবে প্রশিক্ষণ কোর্স। দুই দিনব্যাপী এই কোর্সে সব কিউরেটররা অংশ নিবেন।

কোর্স শেষে আগামী ২৫ সেপ্টেম্বর ফিরে যাবেন কিউই এই কিউরেটর। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রশিক্ষণ কোর্স সম্পর্কে তিনি বলেছেন, ‘আমরা কিউরেটরদের একটা কোর্স করাচ্ছি। নিউজিল্যান্ড থেকে আসছেন একজন প্রশিক্ষক। আমাদের সব কিউরেটরদের কোর্স করাবে।’

বাংলাদেশে এখন তিন বিদেশি কিউরেটর আছেন। তাদের মধ্যে একজন শ্রীলঙ্কান ও দুইজন ভারতীয়। এছাড়া বাংলাদেশি কয়েকজন কিউরেটর বিসিবির চাকুরে রয়েছেন।

বিদেশিদের মধ্যে ভারতের দুই কিউরেটর সঞ্জীব আগারওয়াল সিলেটে, প্রাভীন হিনগানিকর চট্টগ্রামে কর্মরত আছেন। আর এক যুগ ধরে অদৃশ্য শক্তির ছায়ার মিরপুর স্টেডিয়ামের দায়িত্বে বহাল তবিয়তে আছেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।