ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘চ্যাম্পিয়ন’ শ্রীলঙ্কাকে দেখে অনুপ্রাণিত সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৫

নুরুল হাসান সোহান। ফাইল ছবি নুরুল হাসান সোহান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে দুর্দিন চলছে শ্রীলঙ্কার। জাতি হিসেবে বাজে সময় কাটাচ্ছে লঙ্কানরা। অস্থির জন-জীবনে শ্রীলঙ্কাকে স্বস্তি ও আনন্দের উপলক্ষ এনে দিয়েছে দাসুন শানাকার দল। সম্প্রতি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়া লঙ্কানরা বাংলাদেশকে হারিয়েই দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে টাইগারদের হারিয়েছিল তারা। পরে ভারত, পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি জিতেছে শ্রীলঙ্কা। 

সংগ্রামী লঙ্কানদের এই সফলতা সবার জন্যই প্রেরণাদায়ী। বাংলাদেশের টি-২০ দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহানও প্রেরণা খুঁজছেন শ্রীলঙ্কার শিরোপা জয় থেকে। 

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা দল ভাল করছিল না। কিন্তু এশিয়া কাপে যেভাবে তারা কামব্যাক করেছে, সেটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার জায়গা। শুধু শ্রীলঙ্কা না সব দল থেকেই কিছু না কিছু শেখার আছে।’

সাম্প্রতিক সময়ে টি-২০ তে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুবই বাজে। লঙ্কানদের মতোই ঘুরে দাঁড়ানোর আশা করছেন সোহান, ‘প্রথম ম্যাচে হারের পর ওরা ভাল ভাবে কামব্যাক করেছে। হতে পারে মানসিক ভাবে অনেক বেশি শক্ত ছিল ওরা যেটা মাঠে পারফর্মে প্রভাব ফেলেছে। আমরাও যদি এক-দুইটা ম্যাচ জিতি বিশ্বকাপে বা নিউজিল্যান্ডে তাহলে আমাদের দলের ভেতরটাও বদলে যাবে।’

আঙুলের ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন সোহান। অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন তিনি। আঙুলে এখনও হালকা ব্যথা থাকলেও গত কয়েকদিন ধরে নিয়মিত ব্যাটিং করছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘ব্যাথা তো থাকবেই। ব্যাথা কমিয়ে যতটুকু পারা যায় খেলতে হবে। এটা বড় কোন ব্যাপার হবে না। আমি এটা নিয়ে চিন্তিত না। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন বলে এই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিবেন সোহান। 

ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি, ‘ম্যাচ আপনি যার সাথেই খেলেন না কেন, এটা একটা অভিজ্ঞতা হয়। কোন দলকেই তো টি-২০ তে ছোট করে দেখতে পারবেন না। যেদিন যারা ভাল খেলবে তারাই জিতবে। আমার কাছে মনে হয় যে এটা বিশ্বকাপে যাওয়ার আগে খুব ভাল সুযোগ যে ম্যাচ খেলতে পারছি।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।