ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে অপ্রস্তুত নির্বাচকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৫

ফাইল ছবি ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: মাহমুদউল্লাহ রিয়াদের জন্য টি-২০’র দরজা কি বন্ধ হয়ে গেল?
সংবাদ সম্মেলনের মাঝপথে এমন প্রশ্ন নিশ্চিতভাবেই হয়তো আশা করেননি নির্বাচকরা। বুধবার মিরপুর স্টেডিয়ামে প্রশ্নটা শুনে যেন বিব্রত হয়ে গেলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মুখে ফুটে উঠল অপ্রস্তুত হাসি।


প্রশ্নের উত্তর দিতে পাশে বসে থাকা সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমনের দিকে তাকালেন প্রধান নির্বাচক। অনুজকে বললেন, তুই বল। হাবিবুল বললেন, আপনি বলেন।
নান্নুর অপ্রস্তুত হওয়ার দৃশ্য দেখে মাইক্রোফোনের কাছে এগিয়ে এসে হাবিবুল বললেন, ‘সময় বলে দেবে। কোনো খেলোয়াড় অবসর না নিলে তার সুযোগ অবশ্যই থাকবে।’


এবার যেন মুখে উত্তর ফিরে পেলেন নান্নু। তিনি যোগ করলেন, ‘অবশ্যই থাকবে। এটা তো অপ্রত্যাশিত কিছু না।’


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। যদিও এ ফরম্যাট থেকে এখনও অবসর নেননি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
গত বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি-২০ তেও তার ক্যারিয়ার অস্তাচলের দিকে এগিয়েছে। এটা আর বুঝতে বাকি নেই। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বুধবার সেই বার্তাই দিয়েছে। এখন মাহমুদউল্লাহ কতটা বুঝতে পারছেন, এটাই দেখার বিষয়।


বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২১ টি-২০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ২৩.৫৭ গড়ে ২ হাজার ১২২ রান করেছেন তিনি। যেখানে হাফ সেঞ্চুরি ৬টি।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।