ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রিয়াদকে ধোনির সঙ্গে তুলনা করলেন শ্রীরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:২৫

বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ছবি: বিসিবি বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ এযাবৎ কালে বাংলাদেশ ক্রিকেটে যত ক্রিকেটার ফিনিশার তকমাটা গায়ে মেখেছেন, তাঁদের মধ্যে সবার উপরেই থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের নামটা। দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া এই তারকা ব্যাটার একটা সময় ছিলেন দলের নির্ভরতার প্রতীক। তবে বয়সের ভারে নুইয়ে পড়া রিয়াদ, ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে হচ্ছেন হাসির খোড়াক, নিয়মিতই থাকছেন আলোচনা কিংবা সমালোচনাতে। যার শেষটা হয়েছে, বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ে।

আজ (বুধবার) বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পরপরই, গনমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ভারতীয় এই কোচের কাছে অবধারিতভাবেই প্রশ্ন করা হয়, রিয়াদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না হওয়ার কারণ। এমন প্রশ্নের জবাবে শ্রীরাম বলেন, ভারতের সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মতো করেই রিয়াদকে দেখতে।

শ্রীরাম বলেছেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন প্ল্যান। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে।’

 

যোগ করে শ্রীরাম আরও বলেছেন, ‘আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে? আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।