ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

লিজেন্ডস লিগে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ উইন্ডিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:২৭

রোড সেফটি ওয়ার্ল্ড লিজেন্ডস ক্রিকেট লিগ। ছবি সংগৃহীত রোড সেফটি ওয়ার্ল্ড লিজেন্ডস ক্রিকেট লিগ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসর ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে গতকাল। আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 

 

বাংলাদেশ সময় বিকাল ৪টায় কানপুর থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

 

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরেও খেলেছিল বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন শাহাত হোসেন রাজীব। এছাড়াও রয়েছেন নাজিমউদ্দীন, আফতাব আহমেদ, মেহররাব হোসেন অপি, অলক কাপালি, তুষার ইমরানের মতো সাবেক তারকা রয়েছেন।

 

ওয়েস্ট ইন্ডিজের দলটিও যথেষ্ট শক্তিশালী। দলে লারা ছাড়াও ডোয়াইন স্মিথ, দ্রেবেন্দ্র বিশু, ড্যারেন পাওয়েল, জেরোমে টেলরের মতো তারকারা রয়েছেন।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।