ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপে লিটনের সঙ্গী হবেন কারা?

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৫১

লিটন দাস। ফাইল ছবি লিটন দাস। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। স্বীকৃত ওপেনার, মেকশিফট ওপেনার দুটোই ব্যবহার করেছে টিম ম্যানেজমেন্ট। নাঈম শেখ-বিজয়ের ব্যর্থতায় সুযোগ পেয়ে মিরাজ-সাব্বির জুটি ভালোই করেছে।

টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির খবর যে লিটন দাস ইনজুরি কাটিয়ে উঠছেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই তাকে পাওয়ার আশা করছেন নির্বাচকরা। কিন্তু তার সঙ্গী খুঁজতে গিয়ে বিপাকে রয়েছে নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে তাই ওপেনিং নিয়েই যত চিন্তা তাদের।

ওপেনিংয়ের এই দৈন্য হালের সুযোগে আবারও উঠে এসেছে সৌম্য সরকারের নাম। কোনো পারফরম্যান্সই যার নেই। এখন অনুশীলনে শ্রীধরণ শ্রীরামকে তুষ্ট করে দলে আসার চেষ্টায় আছেন এই বাঁহাতি ওপেনার।

ওপেনারদের নিয়ে নির্বাচকদের দুশ্চিন্তা টের পাওয়া গেল হাবিবুল বাশার সুমনের কথায়। শনিবার তিনি বলেছেন, ‘এখনো আমরা এটা নিয়ে কাজ করছি। কে হবে না হবে। এশিয়া কাপে শেষ ম্যাচে আমরা একটা ভিন্ন কম্বিনেশনে গিয়েছিলাম। এখানে যেহেতু বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সেখানে আমরা কাউকে মেকশিফট ওপেনার করব কি না, নাকি নিয়মিত ওপেনার এটা নিয়ে এখনো আলোচনার বাকি আছে। হাতে কিছু সময় আছে, এই কদিনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব যে মেকশিফট ওপেনার নিয়ে চেষ্টা করব নাকি জেনুইন ওপেনার।’

সৌম্যকে নিয়ে আলোচনা আছে, তবে তার সুযোগ পাওয়ার বিষয়টা জোরালো নয়। জাতীয় দলের নির্বাচক হাবিবুল আজ বলেছেন, ‘আমরা অনেককে নিয়ে ভাবছি, শুধু একজন নিয়ে ভাবছি না। শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন, তারা আগে ওপেন করেছেন, এখনও করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ন একটা টুর্নামেন্ট আমরা সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তেই নিতে চাই। কারণ ওই একটা পজিশনে আমরা কাউকে সেটেলড করতে পারছি না, টি-টোয়েন্টি সংস্করণে। আমরা বেশি পরিবর্তন করতে চাইও না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে।’

দল গঠনের বিষয়ে কিছু আলোচনা এখনও বাকি আছে নির্বাচকদের। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের সঙ্গে আলোচনা করেই দল চূড়ান্ত করবেন নির্বাচকরা। হাবিবুল বলেছেন, ‘আমরা এখনও আলাপ-আলোচনার পর্যায়েই আছি। যারা আমাদের পরিকল্পনায় আছে, সবাইকে নিয়েই আলোচনা হচ্ছে। সেই আলাপ-আলোচনা এখনও আমরা শেষ করতে পারিনি।’

মিরপুর স্টেডিয়ামে সোমবার শুরু হবে স্কিল ক্যাম্প। যেখানে শ্রীরাম অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী ক্রিকেটারদের প্রস্তুত করার চেষ্টা করবেন। কন্ডিশন সম্পর্কে ধারণা দিবেন, সবার দায়িত্ব বুঝিয়ে দিবেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।