ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গ্রানাইটের স্ল্যাব ছেড়ে শেরেবাংলায় কংক্রিটের উইকেট

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৩

হোম অফ ক্রিকেট। ছবি সংগৃহীত হোম অফ ক্রিকেট। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ চন্ডিকা হাথুরুসিংহে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে গ্রানাইটের স্ল্যাবে অনুশীলন করিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। তাতে বেশ উপকৃত হয়েছিল বাংলাদেশ দল। লঙ্কান এই কোচ বাংলাদেশ ছেড়েছেন বছর পাচেক অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও বিদেশ সফরের প্রস্তুতিতে গ্রানাইটের স্ল্যাবই ব্যবহার করে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিম্নমানের উইকেট তো রয়েছেই। এসব উইকেটেই বছর জুড়ে অনুশীলন করেন, ম্যাচ খেলেন ক্রিকেটাররা।


সম্প্রতি গ্রানাইটের স্ল্যাব ছেড়ে বিসিবিকে কংক্রিটের উইকেট তৈরির পরামর্শ দিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।তাই বিসিবি একাডেমি মাঠে কংক্রিটের দুটি উইকেট বানাচ্ছে বিসিবি। পেস, বাউন্সি উইকেট পেতেই এমন চেষ্টা। পরে অ্যাস্ট্রোটার্ফের দুটি উইকেটও বানাবে বিসিবি। তাতে করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের ঝাঁঝ মিলবে শেরেবাংলায়।


কংক্রিটের উইকেট প্রস্তুত করার প্রসঙ্গে মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস সাংবাদিকদের বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুই-তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাবনা ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কিন্তু কংক্রিটের উইকেটে অনুশীলন করে। আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা মার্বেল স্ল্যাবের ওপর ব্যাটিং করে। এতে বলের গতি বেশি থাকে এবং ভালো বাউন্সার পাওয়া যায়।’

 

বিসিবির এই কর্মকর্তা বলেছেন, পেস-বাউন্স পেতেই কংক্রিটের উইকেট তৈরি হচ্ছে, ‘আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। সেখানে আমরা দেখি বেশিরভাগ উইকেটে পেস এবং বাউন্স থাকে। ওই পেস বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। আমাদের ব্যাটসম্যানদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটে অনুশীলনের সুযোগ হবে। গ্রাউন্ডস বিভাগ এ দুইটা উইকেট বানাচ্ছে।’


মিরপুরে বিভিন্ন দেশের কন্ডিশনের ছোঁয়া রাখতে চেষ্টা করছে বিসিবি। শাহরিয়ার নাফিস বলেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরব আমিরাতেও আমরা দেখেছি উইকেট ফ্লাট থাকে। বল সুন্দর ব্যাটে আসে, সুতরাং এটা ওটাকে রেপ্লিকেট করবে। পরবর্তীতে দুটা অ্যাস্ট্রোটার্ফ উইকেট করারও পরিকল্পনা আছে, যেটা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দেশের সঙ্গে মিল থাকবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।