ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৮

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সমীকরণ খুবই সহজ, হারলেই বিদায়। জিতলে সুপার ফোর। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুবাই স্টেডিয়ামে দুই দলের বাঁচা-মরার ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

দুই দলের সামনেই সমান সুযোগ। দুই দলই গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হেরেছে। এখন সুপার ফোরে খেলার উপায় হচ্ছে আজ জিততেই হবে।

টুর্নামেন্ট শুরুর পর গত ৫ দিনে দুবাই স্টেডিয়ামে হয়েছে তিনটি ম্যাচ। ব্যবহৃত পিচে খেলা হবে। তাই উইকেট কিছুটা হলেও স্লো হওয়ার কথা।

আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ওপেনিং জুটিতে পরিবর্তন প্রায় নিশ্চিত। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তিন পেসার ফর্মুলা থেকে বের হওয়ার ইঙ্গিত মিলেছে। 

এনামুল হক বিজয় ও নাঈম শেখের জুটি আগের ম্যাচে হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। নাঈম বোল্ড হয়েছেন মুজিবের বলে। বিজয় ১৪ বলে ৫ রান করে এলবির ফাঁদে পড়েছেন। 

ওপেনিংয়ে আজ মিরাজ, সাব্বির রহমানদের কাউকে দেখা যেতে পারে। গতকাল ঐচ্ছিক অনুশীলনে দুজনই জেমি সিডন্সের সঙ্গে কাজ করেছেন। তরুণ পারভেজ ইমনও ছিলেন অনুশীলনে। ওপেনিংয়ে পরিবর্তনের বিষয়ে টিম ডিরেক্টর গতকাল বলেছেন, ‘ওপেনিংয়েও হতে পারে কালকে পরীক্ষা-নিরীক্ষা। বলা যায় না। আমাদের ব্যাটিংয়ের উন্নতিটা খুব প্রয়োজন। আমাদের টপ অর্ডারে সবচেয়ে বড় সমস্যা, উদ্বোধনী জুটি ক্লিক করছে না কোনোভাবেই। আমরা অনেক জুটিকেই চেষ্টা করেছি। লিটন দাসকে খুব মিস করছি এই টুর্নামেন্টে। আশা করি, যারাই খেলবে ওপেনিংয়ে, তাদের যে পরিকল্পনা থাকবে, সেটা অনুযায়ী ব্যাট করবে।’

তাই বিজয়-নাঈমকে বাদ দিয়ে মিরাজ-সাব্বির ওপেনিং জুটির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। 

তিন পেসার মুস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিন আফগানদের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন। পেসারত্রয়ী উইকেট পেয়েছেন একটি। মুস্তাফিজের বোলিংটা হতাশা বাড়িয়েছে অনেক। তাই গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, টি-২০ দলে মুস্তাফিজ আর অটোচয়েজ নন। 

আজ শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইনজুরি কাটিয়ে ফেরার পর বল হাতে সুবিধা করতে পারছেন না তিনি। তার সঙ্গে সাইফউদ্দিনকে সাইড বেঞ্চে বসানো হলে এবাদত হোসেনের অভিষেক হয়ে যেতে পারে আজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়/মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন/এবাদত হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।