ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কিপিংয়ে ফিরছেন মুশফিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০১:২৫

মুশফিকুর রহিম। ছবি সংগৃহীত মুশফিকুর রহিম। ছবি সংগৃহীত

দীর্ঘ সময় পর আবারও কুড়ি ওভারের ক্রিকেটে কিপিং করবেন মুশফিকুর রহিম। এশিয়া কাপে সাকিব নেতৃত্ব পাওয়ার পরমুশফিকের কিপিং প্রসঙ্গে  বলেছিলেন  'উনি কিপিং করলে আমার কাজ সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ , টি-টোয়েন্টিতে সময় খুব কম থাকে। উনি ফিল্ডিং অ্যাঙ্গেলগুলো খুব সহজে বদলাতে পারেন। আমার কাছে শোনারও দরকার নেই। এতে আমার কাজ সহজ হয়ে যায়। আমি অন্য এক-দুইটি বিষয় নিয়ে চিন্তা করার অবকাশ পাই।'

রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের ভাষ্যমতে এই ম্যাচে মুশফিকের কিপিং করার সম্ভাবনা প্রবল। উইকেটের পেছনে বেশ সফলও এই ডানহাতি ব্যাটার। 

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। সুপার ফোরে জায়গা করে নিতে বাংলাদেশের জন্য এই ম্যাচ অনেক গুরুত্বপুর্ণ। এদিকে দারুণ ছন্দে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে ৮ উইকেটে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।