ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ২১:০৮

বাংলাদেশ ক্রিকেট টিম। ছবি: বিসিবি বাংলাদেশ ক্রিকেট টিম। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা পেয়েছে আফগানিস্তান। দৃশ্যত টি-২০ তে আফগানরা এখন শক্তিশালী এবং যে কোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ।

এশিয়া কাপের শুরুতেই আফগান চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এ ফরম্যাটে পারফরম্যান্স অবশ্য ভালো নয় টাইগারদের। শেষ ৫ ম্যাচে জয় মাত্র একটি।

পরিসংখ্যান যেমন হোক, আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আাজ শারজা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

উড়তে থাকা আফগানদের ওপর হামলে পড়ার উপলক্ষ্য আছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। কারণ আজ মাঠে নামতেই দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ম্যাচ খেলার ‘সেঞ্চুরি’ পূর্ণ করবেন সাকিব আল হাসান। অধিনায়কের শততম ম্যাচটা জয়ের আবিরে রাঙাতে চেষ্টা করবে গোটা দল, এটাই তো প্রত্যাশিত।

আফগানদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ? টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, বাইরে কিছুই বলতে চান না। দলের খেলোয়াড়রা জানেন কী হচ্ছে একাদশ।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মাধ্যমে জানা গেছে, বিকল্প ওপেনারের চিন্তা বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে বিজয়ের সঙ্গে নাঈম শেখকে পাঠানো হতে পারে। সাকিব তিনে, চারে আফিফকে দেখা যেতে পারে। পরের দুটি স্থানে মুশফিক, মাহমুদউল্লাহ। সাত, আটে মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদীর নামার কথা। সাব্বির রহমান হয়তো এখনই সুযোগ পাচ্ছেন না। কিছুটা অপেক্ষায় তাকে থাকতেই হচ্ছে। সাইফউদ্দিনও ফিরছেন একাদশে। তার সঙ্গে দুই পেসার মুস্তাফিজ ও তাসকিনই হওয়ার কথা।

স্পিনের বিপক্ষে আফগান ব্যাটসম্যানরা ভালো খেলেন। এটা কারোই অজানা নয়। তাই বাংলাদেশের একাদশে তিন পেসার থাকার কথা। শারজার কন্ডিশন, উইকেট বুঝে হয়তো পরিবর্তন আসতে পারে পরিকল্পনায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।