ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ডমিঙ্গো পদত্যাগ করেননি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০৪:০৬

রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের ক্রিকেটে রাসেল ডমিঙ্গোর অবস্থান ক্রমেই ঘোলাটে হয়ে আসছে। কদিন আগেই এক সাক্ষাৎকারে বিসিবির কর্মকান্ড নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। জাতীয় দল নিয়ে বিসিবির হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরেছেন অকপটে। বৃহস্পতিবার আরেক সংবাদমাধ্যমকে বলেছেন, বিসিবির চাকরি আর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশেও ফিরবেন না।

সামগ্রিক ডমিঙ্গোর পদত্যাগের খবর ছড়িয়েছে গোটা দেশে। তবে বিসিবি বলছে, এখনও পদত্যাগ করেননি ডমিঙ্গো। এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।  

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছেন, ‘ডমিঙ্গো পদত্যাগ করেননি। এধরনের কোনো বিষয় আসেনি।’

প্রোটিয়া এই কোচের সঙ্গে আজই কথা হয়েছে প্রধান নির্বাহীর। সেই কথপোকথনের সূত্র ধরে তিনি বলেছেন, ‘আজ কথা হয়েছে, আমি আবার বলছি, দুই পক্ষের মধ্যে মিস কমিউনিকেশন।’

পূর্ব ঘোষণা টেস্ট ও ওয়ানডে দলের সঙ্গে কাজ করবেন ডমিঙ্গো। এবং আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে থাকবেন তিনি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা আশা করছি, ‘এ’ দল দুবাইয়ে একটা সিরিজ খেলবে সেখানে থাকবেন ডমিঙ্গো।’

গত কয়েকদিন সংবাদমাধ্যমে ডমিঙ্গোর মন্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী। একই দাবি নাকি ডমিঙ্গোরও।

নিজামউদ্দিন চৌধুর সুজন বলেছেন, ‘আমি পুনরায় বলছি, আজকে কথা হয়েছে। বিস্তারিত কথা হয়েছে। এবং রাসেলও একটু বিব্রত বিষয়গুলো নিয়ে। বিষয়গুলো যেভাবে মিডিয়াতে আসছে সে খুব বিব্রতবোধ করছে। এই কারণে আপনাদের কাছে অনুরোধ করেছে, যাতে বিষয়গুলো এইভাবে না আসে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।