ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নেট বোলার হয়ে এশিয়া কাপে যাচ্ছেন রিশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ০৪:২০

রিশাদ হোসেন। ফাইল ছবি রিশাদ হোসেন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: ভালো মানের লেগ স্পিনারের হাহাকার বাংলাদেশের ক্রিকেটে বহুদিনের। এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই কোনো লেগ স্পিনার। 

যদিও টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই লেগ স্পিনের ধাঁধাঁর সামনে পড়তে হবে সাকিব-মুশফিকদের। আগামী ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 

রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, মোহাম্মদ নবীদের স্পিন আক্রমণ বড় চ্যালেঞ্জ নিবে টাইগারদের। তাই টুর্নামেন্টে খেলতে নামার আগে নেটে খেলা প্রয়োজন লেগ স্পিনারকে। এজন্যই তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে দুবাই পাঠাচ্ছে বিসিবি। নেট বোলার হিসেবে যাচ্ছেন তিনি। 

বুধবার জানতে চাইলে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘রিশাদ যাচ্ছে নেট বোলার হিসেবে। দলের অংশ নয়। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী রিশাদ থাকবে বা ফিরে আসবে। প্রয়োজন শেষ হলে ৩০ তারিখও ফিরে আসতে পারে।’ মূলত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্যই নেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের বোলিং করতে হবে রিশাদকে। ভিসা পাওয়া সাপেক্ষে দুবাইয়ের বিমানে চড়বেন এই তরুণ।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছে। গতকাল রাতেই দুবাইয়ে পৌঁছে গেছে টাইগাররা। আজ অনুশীলন নেই, সকালে টিম হোটেলে জিম করেছেন ক্রিকেটাররা।

এদিকে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। 

ভিসা পেয়ে আজই যাচ্ছেন তারা দুজন। বুধবার বিকেলে এয়ারপোর্টে থাকা অবস্থায় বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন।

 

-নট আউট/এমজেএ/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।